মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪

মালয়েশিয়া ভিসা আবেদনকারী এজেন্ট ধারীর তালিকা ইন বাংলাদেশ

সুপ্রিয় পাঠক বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে জানতে চেয়ে google এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন তাদেরকে বলবো আপনারা সঠিক জায়গায় প্রবেশ করেছেন আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হল মালয়েশিয়ার ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে তাহলে আর দেরি না করে চলুন এবার জানা যাক।

মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪
পোস্ট সূচিপত্রঃ

আপনারা অনেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছাককাঙ্ক্ষা পোষণ করেছেন কিন্তু আপনারা জানেন না যে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট সম্পর্কে তাহলে আজকে আমরা আপনাদেরকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে জানাবো আর দেরি না করে চলুন তাহলে এবার শুরু করা যাক আজকে আর্টিকেলটি আপনারা পুরো মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকাঃ মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪

সূপ্রিয় পাঠক আপনারা মালয়েশিয়ায় ভিসা আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে মালয়েশিয়ার হাইকমিশন বা কনসুলেট অফিসে সঙ্গে যোগাযোগ করতে হবে বা সরাসরি আবেদন করতে হবে। তবে একজনকারী চাইলে তিনি একজন ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমে তিনি ভিসা প্রসেসিং বা ভিসার জন্য আবেদন করতে পারেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

সাধারণভাবে আমরা বলতে পারি যে মালয়েশিয়ান ভিসা প্রসেসিং এজেন্টরা একজন আবেদনকারীর পক্ষ থেকে তার সমস্ত প্রয়োজনে কাগজপত্র সংগ্রহ করে তা পূরণ করে এবং সেগুলো হাই কমিশন বা কনসুলেট অফিসে জমা প্রদান করে থাকে এছাড়াও তারা একজন আবেদনকারীর ভিসা প্রসেসিং এর আবেদনের সময়ও কোনো রকমের জন্য সমস্যা না হয় সেই বিষয়ে তারা সহযোগিতা করে থাকে এবং কোন সমস্যা হলে তা কিভাবে সমাধান করা যায় সেগুলো সম্পর্কে সাহায্য করে থাকে।

ভিসা এজেন্ট কারা-ভিসা এজেন্ট কাদের বলা হয়

এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হল ভিসা এজেন্ট কারা বা ভিসা এজেন্ট কাদের বলা হয়। ভিসা এজেন্ট যাদেরকে বলা হয় তারা হলো এমন ব্যক্তি যা একজন ভিসা আবেদনকারীর হিসাব প্রসেসিংয়ের অন্যদের সাহায্য সহযোগিতা করে থাকে তারা হলো একজন ভিসা আবেদনকারীর পক্ষ হতে তার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা তথ্য দিয়ে সংগ্রহ করে তা পূরণ করে এবং সেই সমস্ত কাগজপত্র কর্তৃপক্ষের কাছে জমা দানে কাজ করে থাকে। এছাড়াও তারা একজন ভিসা প্রসেসিং গাড়ির ভিসা প্রসেসিং এর সময় যেকোনো ধরনের সমস্যা হলে তা সমাধানের জন্য সাহায্য সহযোগিতা করে থাকে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে-মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হয়

একসময় বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই সময় চুক্তির মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল তা হল মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হয় একজন ব্যক্তির মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশি টাকা হিসেবে কমপক্ষে 75 থেকে 78 হাজার টাকা খরচ হয় কিন্তু অনেকাংশে দেখা যায় বিভিন্ন এজেন্টের মাধ্যমে যাওয়ার জন্য একজন ব্যক্তির বাংলাদেশ থেকে কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে।

মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ-মালয়েশিয়া ভিসা এজেন্সির নাম

বন্ধুরা মালয়েশিয়া ভিসা প্রসেসিং করার জন্য বা আবেদন করার জন্য বাংলাদেশের অনেক অনেক জায়গা থেকে এজেন্ট কোম্পানি আছে। তবে আমাদের এখানে বা আমাদের ওয়েবসাইটে যে সকল বিভাগে মালয়েশিয়ান ভিসা প্রসেসিং এজেন্ট কোম্পানি রয়েছে তাদের তালিকা গুলো দেয়া রয়েছে তবে অবশ্যই এইসব ট্রাভেলস এন্ড ট্যুরস কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার পূর্বে সমস্ত তথ্যগুলো ভালোভাবে জেনে নিবেন কেননা বর্তমানে রয়েছে যারা কিনা মানুষের টাকা হাতিয়ে নিয়ে মানুষকে বিভিন্ন ধরনের এবং ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

মালয়েশিয়া ভিসা এজেন্সির নাম ও তালিকা

চট্টগ্রামের মধ্যে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট-চট্টগ্রামের মধ্যে ভিসা আবেদনকারী এজেন্ট ধারীর তালিকাঃ

  1. এস বি আগা অ্যান্ড কোম্পানি
  2. কেপ কো আজিজ লিমিটেড

খুলনার মধ্যে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট-খুলনার মধ্যে ভিসা আবেদনকারী এজেন্ট ধারীর তালিকাঃ

  1. আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস

ঢাকার মধ্যে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট‍-ঢাকার মধ্যে ভিসা আবেদনকারী এজেন্ট ধারীর তালিকাঃ

  1. ইউনিভার্সাল ভিসা সার্ভিস লিমিটেড
  2. লজিস্টিক ট্রাভেল এন্ড ট্যুরস
  3. আলামিন ট্রাভেলস এন্ড টুরস
  4. আসিফ ট্রাভেলস এন্ড ট্যুরস
  5. সাউথ এশিয়া ট্রাভেলস
  6. সিটি ট্রাভেলস
  7. জেএএফ ট্রাভেল
  8. ই ফাজ ট্রাভেলস এন্ড টুরস
  9. হেরিটেজ ইয়ার এক্সপ্রেস
  10. হাজী এয়ার ট্রাভেলস
  11. ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্পোরেশন
  12. মাস ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড
  13. নিউ ডিসকভারি টুরস 
  14. মমি ট্রাভেলস এন্ড টুরস 
  15. ক্যাপকো আজিজ লিমিটেড ইত্যাদি।

এ সকল মালয়েশিয়ার ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ তালিকা।

বিদ্রঃ অনুগ্রহ করে এই সমস্ত ভিসা এজেন্ট ধারি কোম্পানিগুলোর কাছে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বোঝে তারপরে টাকা প্রদান করুন কেননা অন্যথায় কোন কিছু হলে আমাদের ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয় কেননা এগুলো শুধু আপনাদেরকে জানানোর অর্থে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সংগ্রহ করে জানানো হয়েছে তাই অবশ্যই টাকা প্রদানের পূর্বে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে টাকা প্রদান করুন।

মালয়েশিয়া রিক্রুটিং ভিসা এজেন্সির নামের তালিকা-Malaysia Visa Prossecing Agent List in bangladesh 2024

ক্রমিং নংরিক্রুটিং এজেন্সির নামের তালিকাআর এল নাম্বার
০১আদিব এয়ার ট্রাভেলসআর এল-১০২৪
০২আব্দুল জলিল ট্রাভেলসআর এল-০০৩২
০৩আব্দুল মান্নান ট্রাভেলসআর এল-০০৩৫
০৪আরিফুল ইসলাম ট্রাভেলআর এল-০০১৩
০৫আব্দুল মোতালেব ট্রাভেলসআর এল-০০৩৪
০৬আসিফ ট্রাভেলআর এল-০১০৯
০৭আব্দুল কাদের ট্রাভেলসআর এল-০০৩৬
০৮ঐশী ইন্টারন্যাশনালআর এল-১১৪১
০৯নিউ এজ ইন্টারন্যাশনালআর এল-০৭০৩
১০আব্দুল হামিদ ট্রাভেলসআর এল-০০৩৩
১১আজিজুল হক ট্রাভেলসআর এল-০০৪২
১২আর্ভিং এন্টারপ্রাইজআর এল-০২১৫
১৩ব্রাদার্স ইন্টারন্যাশনালআর এল-১৫৭১
১৪ক্যাথারসিস ইন্টারন্যাশনালআর এল-৫৪৯
১৫বিএম ট্রাভেলসআর এল-১৪২১
১৬মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনালআর এল-০৩০১
১৭বিনিময় ইন্টারন্যাশনালআর এল-০৩৫১
১৮মেসার্স অমিয়ান ইন্টারন্যাশনালআর এল-১৩২৬
১৯গ্রীনল্যান্ড ওভারসিজআর এল-০০৪০
২০আকাশ ভ্রমণআর এল-০৩৮৪
২১আহমেদ ইন্টারন্যাশনালআর এল-১১৪৬
২২আল রাবেতা ইন্টারন্যাশনালআর এল-০৩৫৪
২৩অরবিটাল এন্টারপ্রাইজআর এল-০১১৩
২৪ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেডআর এল-১৮৭৪
২৫এম ই এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডআর এল-১৯৬৩
২৬শাহিন ট্রাভেলসআর এল-২১৪
২৭৫ এম ইন্টারন্যাশনাল লিমিটেডআর এল-১৩২৭
২৮মেসার্স শাখ ফাইন্ডার ইন্টারন্যাশনালআর এল-১২৯৮
২৯মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেডআর এল-৬২২
৩০মেসার্স আহমেন ইন্টারন্যাশনালআর এল-১১৪৬

উপরোক্ত তালিকাটি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির একটি সূচী এই সূচিপত্রটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে তাই আপনি যদি মালেশিয়ায় কর্মী হিসেবে আবেদন করতে চান তাহলে তালিকার মধ্যে যেকোনো একটি প্রোটিন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন।

মালয়েশিয়ায় ভিসা প্রসেসিং এজেন্ট নির্বাচন করার সময় যে সকল বিষয়গুলো মাথায় রাখা উচিত।

  1. এজেন্ট ধারীর অভিজ্ঞতাঃ একজন এজেন্ট দাড়ির কত বছরের অভিজ্ঞতা এবং তার সাফল্য কতটুকু সেগুলো জেনে নিন
  2. এজেন্ট ধারীর ফি বাবদঃ বিভিন্ন এজেন্ট ধারের এজেন্ট ফি পুরানো করে আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেটি নির্বাচন করুন।
  3. এজেন্ট ধারীর গ্রাহক পরিষেবাঃ এজেন্ট ধারের গ্রাহক পরিষেবা কতটুকু ভালো এবং সে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে প্রস্তুত কিনা তা ভালোভাবে যাচাই-বাছাই করে নিন।

এ সকল এজেন্ট প্রতিষ্ঠানগুলির প্রত্যেকেরই কিছু নিজস্ব সুযোগ-সুবিধা এবং অসুবিধা রয়েছে তাই যে সকল এজেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করা বা ভেসে আবেদন করা হবে তা নির্ধারণ করার পূর্বে প্রত্যেক প্রতিষ্ঠানগুলির সুবিধা এবং অসুবিধা গুলো কি কি তার ভালোভাবে যাচাই বাছাই করে নিন।

এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজগুলো করিয়ে নিলে যে সকল সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো হল ঃ

  1. ভিসা আবেদনকারীর সময় এবং তার পরিশ্রম কমে।
  2. একজন ভিসা আবেদনকারীকে ভিসা প্রসেসিংয়ের যে সকল জটিলতার সম্মুখীন হতে হয় সেগুলোর পরিস্থিতির সম্মুখীন হতে হয় না
  3. একজন ভিসা আবেদনকারীর ভিসা প্রসেসিং এর দ্রুততা এবং কাজগুলো সম্পাদনা বৃদ্ধি পায়।

এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজগুলো করিয়ে নিলে যে সকল অসুবিধা রয়েছে সেগুলো হল ঃ

  1. ভিসা প্রসেসিং এর জন্য বা ভিসা আবেদনের জন্য এজেন্টের নির্ধারিত চার্জ প্রদান করতে হয় তাদের নির্ধারিত চার্জের বাইরে কোন কিছু কম বেশি করলে ঝামেলা সম্মুখীন হতে হয়।
  2. এজেন্ট এর মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজ করলেও ভিসা আবেদনকারীকে হাইকমিশন বা কনসুলেট অফিসের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।
  3. এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজ করলে ভিসা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা বা রিক্স থাকে।

অতএব মালয়েশিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য এজেন্টের মাধ্যমে যদি আপনি ভিসা প্রসেসিংয়ের কাজগুলো করাতে চান তাহলে আপনি সে সকল এজেন্টের সুবিধা এবং অসুবিধা গুলো যাচাই বাছাই করে তাদেরকে কাজ হাতে দিতে পারেন।

উপসংহারঃ মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৪

বন্ধুরা আজকের আর্টিকেলের মধ্যে আমরা মানুষের ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০১৪ সম্পর্কে সব বিস্তারে আলোচনা করেছি মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হয় এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি আপনাদের আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে নতুন আর্টিকেল পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ। ২০২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বন্ধুমহল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url