সূরা আল কদর বাংলা উচ্চারণ ও অর্থ

বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সূরা আল কদর। কদর শব্দের অর্থ হল পবিত্র আর এই সূরাটি কুরআন মজিদের ৯৭ তম সূরা এই সূরাটির আয়াত সংখ্যা হল ৫ এবং রুকু সংখ্যা ১ টি এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাটি সকল মুসলমান ব্যক্তিত্বের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে চলেছে এই সূরাতে এমন একটি রাত্রের কথা বলা হয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম আর সেই রাত্রি হল লাইলাতুল কদর অর্থাৎ মহিমান্বিত একটি রাত তাই আমাদের সকলের উচিত এ রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা ও আল্লাহর ইবাদত এই মশগুল থাকা।

সূরা আল কদর

সুচিপত্র দেখে নিনঃ

বন্ধুরা আপনারা যারা সূরা আল কদর বাংলা পড়তে পারেন কিন্তু আরবিতে পড়তে পারেন না তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সঠিক পদ্ধতিতে বাংলা উচ্চারণ ও অর্থসহ বঙ্গানুবাদ দিয়ে দিয়েছি অনুগ্রহ করে আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য খুব সহজ ভাবে আমরা অর্থ এবং উচ্চারণ সহ নিয়ে এসেছি যেন আপনারা অতি সহজে একটি সূরা নামাজের জন্য মুখস্ত করে ফেলতে পারেন তাহলে চলুন এবার সূরাটি আমরা শুরু করি।

সূরাহ আল কদর আরবিঃ

 ১।إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

২।وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

৩।لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

৪।تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

৫।سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

সূরাহ আল কদর আরবি ছবিঃ

সূরাহ আল কদর বাংলা উচ্চারণঃ

১।ইন্না আনঝাল্লাল্লাহু ফি লাইলাতুল কদরি।

২।ওয়ামা আদরা কা-মা লাইলাতুল কদরি।

৩।লাইলাতুল কাদরী খাইরুম মিন আলফি শাহর।

৪।তানাঝঝালুল  মালাইকাতুওয়াররূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

৫।ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা'ইল ফাজর।

আরো পড়ুনঃ শবে কদরের গুরুত্ব ও ফজিলত-শবে কদরের রাতে করণীয়

সূরাহ আল কদর বাংলা উচ্চারন ছবিঃ


সূরাহ আল কদর অর্থসহ বঙ্গানুবাদঃ

১।আমি এই কোরআনকে নাজিল করেছি, শবে কদরের রাতে।

২।শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন?

৩।শবে কদর হল এক হাজার মাস এর চাইতেও অধিক উত্তম।

৪।এই রাত্রে ফেরেশতা ও রুহ তাদের পালনকর্তার অনুমতি ক্রমে প্রত্যেকে কাজে অবতীর্ণ হয়।

৫।এই রাত্রে ফজর না হওয়া পর্যন্ত বিরাজ করে শুধু শান্তি আর শান্তি।

লেখকের মন্তব্যঃ সূরা আল কদর বাংলা উচ্চারণ ও অর্থ

আপনারা যারা আরবি পড়তে জানেন না কিন্তু বাংলা উচ্চারণ পড়তে জানেন তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে এই সূরাটি মুখস্ত করে নিন কেননা এই সূরার ফজিলত অনেক। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে কোন নতুন আর্টিকেল নিয়ে। ২০২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বন্ধুমহল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url